রিফাত হত্যার প্রতিবাদে ঢাবিতে মানবন্ধন

রিফাত শরিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের অর্ধশতাধিক সাধারণ শিক্ষার্থীরা। রোববার বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার সামনে এই কর্মসূচি পালন করে তারা। এতে অংশ নেয় ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

মানবন্ধনে বক্তারা, দ্রুত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধন থেকে প্রথম বর্ষের শিক্ষার্থী মাহিন বলেন, আমরা মানববন্ধনে রিফাত শরিফ হত্যার প্রতিবাদের পাশাপাশি বরগুনার শাহিনের উপর হামলার ঘটনার বিষয়টিও তুলে ধরেছি।আমরা এমন শাস্তি দাবী করছি যেন, কোন সন্ত্রাসী এমন কাজ করার আগে দুইবার ভাবে।