বরগুনায় দিনদুপুরে প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় তোলপাড় চলছে সারাদেশে। নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। এরমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
ঘটনার পর থেকে মিন্নির ফেসবুকে ঢুঁ মারছেন অনেকেই। মিন্নির তার ফেসবুকে সর্বশেষ স্ট্যাটাস দিয়েছেন ৭ মে।
সেখানে তিনি লিখেছেন- ‘তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি সব ভেঙ্গে যাবে এভাবে ভাবতে পারিনি তুই ছাড়া কে বন্ধু হায় বুঝে আমার মোন তুই বিহনে আর এ ভুবনে আছে কে আপন???
তার এই পোস্টটি এখন পর্যন্ত হাজারের অধিক শেয়ার এবং ৮ হাজারের মত মন্তব্য করেছেন।
তবে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার পর থেকে মিন্নির ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে।