নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে রাত ১০টার পর কাউকে অবস্থান না করার জন্য অনুরোধ করেছে প্রশাসন।
নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু আবাসিক প্রতিষ্ঠান নয়, শিক্ষার্থীরা দূরদূরান্ত থেকে আসে, তাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে রাত ১০টার পর ক্যাম্পাসে অবস্থান না করার জন্য অনুরোধ করা হয়েছে।’
তবে, বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে বলে তিনি জানান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়