প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
এবারে এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রামের রাজারহাটে ১২টি কলেজের মধ্যে সিঙ্গেরডাবরীহাট কলেজ থেকে কেউ পাস করেনি। ফলে ওই প্রতিষ্ঠানের অভিভাবক ও শিক্ষার্থীর মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।
উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, উপজেলার সরকারী মীর ইসমাইল হোসেন কলেজে ৪৮৩জনের মধ্যে ৩৫৪ জন পাস করে। এর মধ্যে ১জন জিপিএ-৫ পেয়েছে। রাজারহাট কারিগরি বানিজ্যিক কলেজে ২০১ জনের মধ্যে ১৮৭জন, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫জন। এছাড়া রাজারহাট মহিলা ডিগ্রী কলেজে ৯৭জনের মধ্যে ৫৯ জন, রাজারহাট আদর্শ মহিলা কলেজে ১৩০ জনের মধ্যে ৮০ জন, নাজিমখান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ২১১ জনের মধ্যে ১২৩ জন, হাবিবুর রহমান মডেল কলেজে ৯৫ জনের মধ্যে ৬৫ জন, পাঙ্গারানী ল²ী প্রিয়া স্কুল এন্ড কলেজে ১০ জনের মধ্যে ৫জন, নাককাটিরহাট মহাবিদ্যালয়ে ২৭ জনের মধ্যে ১৯জন, রাজারহাট মডেল মহিলা কৃষি ডিপ্লোমা এন্ড বিএম কলেজ ৫০জনের মধ্যে ৪১জন, বিদ্যানন্দ মহাবিদ্যালয়ে ২৭ জনের মধ্যে ৯জন, আমিরাবাদ টেকনিক্যাল বিএম কলেজে ৮১জনের মধ্যে ৬৯ জন, সুন্দরগ্রাম পুটিকাটা বিএম কলেজ ২৬ জনের মধ্যে ২২জন পরীক্ষার্থী পাস করে। এর মধ্যে সিঙ্গের ডাবরীহাট বহুমূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৭জন পরীক্ষার্থীর কেউ পাস করেনি। এব্যাপারে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আশরাফ-উজ-জামান বলেন, পাঠদান সঠিকভাবে না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।#