রাজমান উচ্চ বিদ্যালয়: প্রধান শিক্ষকের অনিয়মের শেষ নেই!

সিরাজগঞ্জঃ জেলার উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নে রাজমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী।  গত ১১ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত দায়ের করেন এলাকাবাসী।

অভিযোগে বলা হয়, প্রধান শিক্ষক সোলাইমান হোসেন পার্শ্ববর্তী উপজেলার কেজি স্কুলের শতাধিক শিক্ষার্থী গোপনে ভর্তি করে পরীক্ষায় অংশ গ্রহণ করান। কিন্তু ঐ শিক্ষার্থীদের মাসিক বেতন স্কুলের হিসাবের খাতায় জমা করা হয় না। বিদ্যালয়ের সামনে প্রতি বছরে খাল ভারাট করে দোকান ঘর তুলে ভারা দেওয়া হলেও ভারার টাকা সভাপতি ও প্রধান শিক্ষক বিদ্যালয়ের হিসাবে জমা দেন না। বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া থাকলেও প্রধান শিক্ষক তার আপন ভাগ্নেকে খন্ডকালীন পরিচছন্নতা কর্মী হিসেবে নিয়োগ দেখিয়ে অর্থ আত্মসাৎ করেন। সরকার কর্তৃক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে উপবৃত্তির ভর্তূকীর কত টাকা তাও কাউকে জানানো হয় না। এমনকি নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণ না করেও এসএসসি পরীক্ষায় মোটা অংকের টাকা নিয়ে ফরম ফিলাপ করে থাকে। বিদ্যালয়ের অর্থ দিয়ে সামনে খাল ভরাট করে প্রধান শিক্ষক ও সভাপতি মিলে চায়ের দোকান করে ভারা দিয়েছেন। ঐ দোকানে বিদ্যায়ের পড়া লেখার সময় উচ্চ সাউন্ডে ডিজে গান বাজায় এবং বখাটে যুবকেরা ছাত্রীদের উত্যক্ত করে থাকে। সবকিছু মিলিয়ে এটি একটি পারিবারিক বিদ্যালয় ও দুর্নীতির আখড়া হিসেবে রুপ নিয়েছে।

জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলাইমান হোসেন, তার আপন ভাই সাইফুল ভাই সভাপতি, দাতা সদস্য আপন ভাই সামীম হোসেন এবং সামীম হোসেনের স্ত্রী উম্মে ছালাম শিক্ষক প্রতিনিধি। তাই অন্য কোন শিক্ষক বা এলাকার অভিভাবকদের কথা বলার সুযোগ নেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলাইমান হোসেন বলেন, এই বিদ্যালয়ে আমরা প্রতিষ্ঠাতা তাই আমার পরিবারের সকলকে নিয়ে কমিটি গঠন করেছি। এখানে অন্য ব্যক্তিকে রাখিনি। উপরক্ত অনিয়ম ও অর্থ দুর্নীতির এবং সেচছাচারিতার কথা স্বীকার করে বলেন প্রতিষ্ঠানটি চালানোর স্বার্থে একটু এদিক সেদিক করতেই হয়।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এ, কে, এম সামছুল হক জানান, অভিযোগ  পেয়েছি। অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়