রাঙামাটিতে শিক্ষা কোটার দাবিতে ছাত্র সমাবেশ

রাঙ্গামাটিঃ  দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদ্র নৃ-জাতি গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ শিক্ষা কোটা চালু করার দাবিতে ছাত্র সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখা।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক টিকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য উলিচিং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক থোয়াইক্য জাই চাক, জেলা যুব সমিতির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখার সভাপতি ম্রানু চিং মারমা।

ছাত্র সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তিন পার্বত্য জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ ব্যাপক দুর্নীতি ও বর্গা শিক্ষকের কারণে পাহাড়ের ছাত্র-ছাত্রীরা মানসম্মত শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে পাহাড়ের বেশির ভাগ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞানভিত্তিক শিক্ষক না থাকায় ছাত্র-ছাত্রীরাও সেই বিষয়গুলোতে পড়ালেখা করছে না।

হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য উলিচিং মারমা বলেন, ‘এখনো দুর্গম এলাকায় অনেক শিক্ষক তার শিক্ষকতাকে বর্গা দিয়ে শহরের ঘুরে বেড়ায়। এভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। তাদের কারণে কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষার সঠিক আলো থেকে বঞ্চিত হচ্ছে।’

পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক থোয়াইক্য জাই চাক বলেন, ‘রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও পাহাড়ের শিক্ষার্থী একদম নেই বললেই চলে। কারণ তারা প্রতিযোগিতায় টিকতে পারছে না। আর এর প্রধান কারণ হচ্ছে প্রাথমিক, মাধ্যমিক, পর্যায়ে মানসম্মত শিক্ষা দেয়া হচ্ছে না। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শতভাগ শিক্ষক নিয়োগ দেয়া হউক।’

তিনি বলেন, ‘চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার ফলে জেলা পরিষদের নির্বাচন হচ্ছে না। তারা তাদের আত্মীয় স্বজনদের নিয়োগ দিচ্ছে। একই সঙ্গে যার টাকা আছে সে শিক্ষক হয়ে যাচ্ছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধাবীদের মূল্যায়ন না করার ফলে আজ শিক্ষার ব্যবস্থার এই
অবস্থা।’

সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রামের প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়। একই সঙ্গে দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ৫% শিক্ষা কোটা চালুর দাবিও জানানো হয় সমাবেশ থেকে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়