রমনা জোনে নতুন এডসি

ঢাকাঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক কার্যালয় আদেশে এ বদলি করা হয়।

ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে ডিবি-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলামকে রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (রমনা জোন) হিসেবে বদলি করা হয়।

এর আগে, রমনা বিভাগের রমনা জোনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে ছিলেন সম্প্রতি ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় অভিযুক্ত এডিসি হারুন অর রশীদ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়