রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুই ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত শিক্ষক বিষ্ণু কুমার অধিকারীকে ইনস্টিটিউটের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক আবুল হাসান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনস্টিটিউটের সকল বর্ষের কার্যক্রম থেকে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।
তদন্তের অগ্রগতি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের একটু ব্যস্ততা চলছে। তাই এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির বিষয়টি খতিয়ে দেখতে একটু সময় লাগছে।
উল্লেখ্য, গত ২৫ জুন অধ্যাপক আবুল হাসান চৌধুরীর কাছে বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে ৪র্থ বর্ষের এক ছাত্রী এবং ২৭ জুন ২য় বর্ষের আরেক ছাত্রী লিখিতভাবে যৌন হয়রানির অভিযোগ করেন। পরেরদিন ওই দুই ছাত্রী অভিযোগ প্রত্যাহার করে নেয়ার জন্য চাপ দেয়া হচ্ছে উল্লেখ করে নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন। এরই পরিপ্রেক্ষিতে অধ্যাপক আবুল হাসান চৌধুরীকে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।