নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রশাসনে দুজন যুগ্ম সচিব এবং দুজন সিনিয়র সহকারী সচিবের দপ্তর বদল করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জারি করা আদেশে, স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব মো: আবু রায়হান মিঞাকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এবং রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের মীর আব্দুল আউয়াল আল মেহেদীকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বদলি করা হয়েছে।
পৃথক আদেশে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুর রহিম সুজনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং ওএসডি সিনিয়র সহকারী সচিব মো. সারওয়ার মোর্শেদকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পদায়ন করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়