যুক্তরাজ্যের স্কুলে এআই শিক্ষক

ঢাকাঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বৈপ্লবিক পরিবর্তন আনছে মানুষের জীবনে। কিছুদিন আগে সংবাদ উপস্থাপনার ভূমিকায় এআই পুরো বিশ্বে সাড়া ফেলেছিল। এবার আরও একটি নতুন ভূমিকায় দেখা গেল এই প্রযুক্তিকে। যুক্তরাজ্যের একটি স্কুলে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছে এআই রোবট।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের পশ্চিম সাসেক্সে অবস্থিত কটেসমোর স্কুলের প্রধান শিক্ষকের ভূমিকায় নিয়োগ পেয়েছে ‘অ্যাবিগেল বেইলি’ রোবট। অ্যাবিগেল স্কুলটির আরেক প্রধান শিক্ষক টম রজারসনকে নানা কাজে সহায়তা করবে।

টম রজারসন দ্য টেলিগ্রাফকে জানান, শিক্ষার্থীদের অমনোযোগিতা দূর করাসহ নানা বিষয়ে পরামর্শ দেয়ার জন্য অ্যাবিগেলকে নিয়োগ দেয়া হয়েছে।

তিনি বলেন, এআই প্রধান শিক্ষক মেশিন লার্নিং এবং শিক্ষাগত ব্যবস্থাপনায় প্রচুর পরিমাণে তথ্য ভান্ডার বিশ্লেষণ করাসহ নানা বিষয় জানাবে।

রজারসন বলেন, ‘অবশ্যই স্কুলে আমাদের শিক্ষকের একটি টিম আছে, তবে কখনও কখনও আপনাকে সাহায্য করতে পারে এমন কাউকে বা এমন কিছু থাকা খুবই আশ্বস্তকর।’

তিনি আরও বলেন, এর মানে এই নয় যে আপনি মানুষের কাছ থেকে পরামর্শ নেবেন না। অবশ্যই মানুষের কাছ থেকেও পরামর্শ নেবেন। এটা খুবই শান্ত এবং আশ্বস্তকর যে, আপনাকে কাউকে কল করতে হবে না, কাউকে বিরক্ত করতে হবে না বা উত্তরের জন্য অপেক্ষা করতে হবে না।

কটেসমোর স্কুল যুক্তরাজ্যের চার থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য একটি বোর্ডিং প্রিপারেটরি স্কুল। এ প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীকে বছরে প্রায় ৩২ হাজার পাউন্ড পর্যন্ত ফি দিতে হয়। আগে এটি টেটলার ‘প্রিপ স্কুল অব দ্য ইয়ার’ নামে পরিচিত ছিল।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়