ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গণ-পরিবহণের অবাধ চলাচলের কারণে জানজটের সৃষ্টি হয়। আর এই সমস্যার সবচেয়ে বেশি ভোগান্তির শিকার বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা। যা নিরসনে ভিন্ন এক উদ্যোগ গ্রহণ করেছেন হল সংসদের নেতারা।
শনিবার বিকেলের দিকে শিক্ষার্থীদের জন্য হলের মূল গেইট থেকে ভিসি চত্বর পর্যন্ত নীলক্ষেতগামী রাস্তায় একটি লেন সংরক্ষণ করেছে তারা। এই সংরক্ষিত লেনে হলের শিক্ষার্থীরা যাতায়াত করবে, অন্য যান চলতে পারবে না। বিষয়টি নিয়ে অনেকে প্রশংসা করলেও কেউ কেউ সমালোচনা করেছেন।
জানতে চাইলে হল সংসদের ভিপি সাইফুল্লা আব্বাসী অনন্ত বলেন, আমাদের ক্যাম্পাসে গণ-পরিবহন ও জ্যামের জন্যে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়ে থাকে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা। অসহনীয় জ্যামের কারণে আমাদের হলের মূল গেইট প্রায়ই বন্ধ থাকত। হলের শিক্ষার্থীরা জরুরী প্রয়োজনেও গাড়ি-রিক্সা নিয়ে ঢুকতেও পারতো না, বের হতেও পারতো না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারবার বলার পরেও তারা সমস্যা সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করেনি।
সংরক্ষিত লেনের কাজ চলছে
তিনি বলেন, আজ (শনিবার) হল সংসদ স্বপ্রনোদিত হয়ে হলের শিক্ষার্থীদের জন্য ভিসি চত্ত্বর থেকে নীলক্ষেতগামী রুটে একটি লেন সংরক্ষণ করা হলো। আজ থেকে সংরক্ষিত এই লেনে শুধু জহুরুল হক হলগামী গাড়ি চলাচল করবে। এই লেন সংরক্ষণের দায়িত্ব আমাদের হলের সকল শিক্ষার্থীদের। এসময় উপস্থিত ছিলেন হল সংসদের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সুরাপ মিয়া সোহাগ, সমাজসেবা সম্পাদক ফাহাদ বিন আব্দুল হাকিম, বহিরঙ্গণ ক্রিড়া বিষয়ক সম্পাদক মো. আনন্দ ফকির, শাকিল আহমেদ, বজলুর রহমানসহ হল সংসদের অন্যান্য নেতারা।