জাহাঙ্গীর বাবু
এগিয়ে আসেনা কেউ! যাদুকরের
মৃত্য খেলা দেখছে বুঝি মন্ত্রের আবেশে!
হিপ্টোনাইজ কি আমি,আমরা!
ওহ! কি নৃশংস,কি বিভৎস খুন!
স্ত্রীর চোখের সামনে!প্রিয়জনের
অক্ষিগোচরে নিজেই দেখি নিজের মৃত্যু !
এই রক্তাক্ত অনিরাপদ জনপদে হয়তো এর পরই আমার রক্তাক্ত লাশ দেখে হাসবে কেউ,হয়তো হবেনা ছবি,
হবেনা ভিডিও ভাইরাল।পাবেনা কিঞ্চিত বিচার।
যদিও মৃত্যুর পর বিচার হলেই কি না হলেই কি?
সীমাবদ্ধ বিচারে অপরাধী হয়ে উঠে আরো বিধ্বংসী!
এদেশে ভিডিও ভাইরাল না হলে আবার সাময়িক বিচারও হয়না।
যদিও গ্রেফতার হয়,মুহুর্তেই হয় জামিন,ছুটি এসে অপরাধীরা আইনকে দেখায় বৃদ্ধাঙ্গুলি,
মহাসমারোহে,বিপুল উৎসাহে চলে
তাদের সকল যজ্ঞ!
প্রিয়জন হারা পরিবার থাকে পালিয়ে।
আবারো ভিক্টিমের পরিবার পরিজন
মৃত্যু ভয়ে,আতংকের জীবনে।
আইনের হাতেও জিম্মি এখন জনজীবন।
এই বুঝি এলো,সাথে থাকা ব্যাগে,পরিধানের পকেটে গুজে দেবে মাদক ওই পোষাকধারীদের কেউ,
ঘরে এসে,দোকানে ব্যাবসা প্রতিষ্ঠানে,প্রবাসীর লাগেজে প্লান্ট করে, পেয়ে যাবে ইয়াবা,নয়তো অস্ত্র..
কোথায় যাবে মানুষ? কোথায় নিরাপদ মানুষ,এই অনিরাপদ জনপদে?
অপরাধী,খুনীদের অভয় অরণ্য, অপরাধীদের স্বর্গ রাজ্য যেন
আমার জনভূমি। আগুনে পুড়িয়ে মানুষ মারে,কুপিয়ে মানুষ মারে!
গাছে বেঁধে,বেধড়ক প্রহারে অমানুষ মারে মানুষ!
ক্যামেরায় ছবি তোলে,তৈরী করে নৃশংস হত্যার চলচিত্র।
এগিয়ে আসেনা কেউ! মনে হয় যাদুকরের
মৃত্য খেলা দেখছে মন্ত্রের আবেশে!
বাঁচাতে এসে মরবে নাকি! দেহের
মাঝে প্রাণ যে একটাই।খুন করছে খুনী,খুন দেখছে খুনীরা!
অর্থ দাপট,ক্ষমতার দম্ভ,উদ্যত নগ্ন তরবারী,উলঙ্গ আগ্নেয়াস্ত্রের কাছে
জিম্মি জনজীবন।
বাঁচার অধিকার কার আছে স্বাধীন দেশের মানচিত্রে?নির্দিষ্ট কোন শ্রেণী গোত্রের!
অন্যায়ের শাস্তি দেবে কে?
আইনের প্রতি শ্রদ্ধা কোথায়?
মানুষ কেন বেপোরোয়া?
অস্থির কেন মস্তিস্ক?
খুনের চাপ কেন খুনীর মস্তিস্কে?
বিচারক কে? কে করবে বিচার?
বিচারকের নিরাপত্তা আছে কি?
বিচারক কি বায়াসড!কোন বিচারক?
মানুষের অবয়বের নাকি অদৃশ্য!
দেশের আইন কার জন্যে?
খুন,ধর্ষণ,দূর্ণীতির লাগাম টেনে ধরবে কে? খুনীরা কোথায় পায় এত সাহস?
কোন দৈবশক্তি এদের পশ্চ্যাতে?
উত্তরহীন প্রশ্ন বরাবর!
পেশি শক্তিহীন অক্ষম অধুর্ব কবির শব্দ প্রতিবাদ করে ক্লান্ত! যে কবিতা হয়না প্রকাশ,এ খানেও প্রকাশকের ভয়!
আছি যেন ভয়াল কোন মৃত্যু পুরীতে!
যাদুকরের
মৃত্য খেলা দেখছে বুঝি মন্ত্রের আবেশে! এ যাদুকর কোন যাদুকর?