যাদবপুর বিশ্ববিদ্যালয়েসারি সারি মদের বোতল

উপাচার্য বললেন ‘বসছে সিসিটিভি’

ঢাকাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটার থেকে উদ্ধার করা হলো সারি সারি খালি মদের বোতল। আজ শনিবার (২৬ আগস্ট) ওপেন এয়ার থিয়েটার পরিষ্কার করতে গিয়ে এসব বোতল উদ্ধার হয়।

ভারতীয় সংবাদমাধ্যম আজতক জানিয়েছে, যাদবপুরের ক্যাম্পাস থেকে মদের বোতল উদ্ধারের ঘটনা এবারই প্রথম নয়। পরিচ্ছন্নকর্মীরা জানিয়েছেন, এক মাস আগেও ওপেন এয়ার থিয়েটার পরিষ্কার করতে গিয়ে মদের বোতল উদ্ধার করেছিলেন তারা।

এ নিয়ে জানতে চাইলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, বুঝতেই পারছেন ক্যাম্পাসে কেন নিরাপত্তা দরকার। এজন্য আচার্যও চিন্তিত হয়ে পড়েছেন। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ক্যাম্পাসে মাদক ঢোকা বন্ধ করা যায় কিনা, সেই চেষ্টা চলছে।

এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী বলেছিলেন, বিভিন্ন ধরনের মাদক মেলে ক্যাম্পাসে।

এমনিতেই ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা নিয়ে চলছে টালবাহানা। শিক্ষার্থীদের একাংশে এতে আপত্তি জানিয়েছেন। তবে নতুন উপাচার্য জানিয়েছেন, ইতোমধ্যেই সিসিটিভি ক্যামেরা স্থাপন সংক্রান্ত কাগজপত্রে সই করে দিয়েছেন। আজকালের মধ্যেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

প্রাথমিক পর্যায়ে হোস্টেলের গেট ও বিশ্ববিদ্যালয়ের মূল গেটগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৮/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়