যশোরের বাঘারপাড়ায় নারিকেল গাছ থেকে পড়ে হাফেজিয়া মাদ্রাসার ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার, বাঘারপাড়াঃ যশোরের বাঘারপাড়ায় নারিকেল গাছ থেকে পড়ে এক হাফেজিয়া মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে।

খাজুরার দর্গাপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আমিনুর রহমান জানান, শুক্রবার সকাল দশটার দিকে মাদ্রাসায় কেউ না থাকায় সোলায়মান হোসেন নারিকেল পড়ার জন্য নারকেল গাছে ওঠে। এসময় সে গাছের ওপর থেকে পড়ে গুরুতর আহত হয়। এরপর তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাজল মল্লিক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত সোলামান হোসেন যশোর সদর উপজেলার বিরামপুর এলাকার রবিউল ইসলামের ছেলে। সে ৬ পারা কোরানের হাফেজ ছিলেন।