শিক্ষাবার্তা ডেস্কঃ ম্যানেজিং কমিটির নিয়োগ বাণিজ্য শিক্ষা ব্যবস্থা ধংসের কারণ। শিক্ষার মান উন্নয়ে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির কোন পদক্ষেপ নেই। গতকাল বিকালে ফরিদপুরে কবি জসীম উদ্দিন হলে শিক্ষক সমাবেশে এসব কথা বলেন, ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। তিনি আরও বলেন, কখনও কোন শিক্ষক সমাবেশ ও অভিভাবক সমাবেশ তাদের করতে দেখা যায়নি।
অধিকাংশ ক্ষেত্রে তাঁরা নিয়োগ বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন। প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের ক্ষমতা তাদের হাতে থাকায় তারা এ সুযোগ নিচ্ছে। প্রায়শই শোনা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ম্যানেজিং কমিটির দ্বারা নির্যাতিত হন। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি ফরিদপুরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকগণের সাথে গঠনমূলক আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. আব্দুল্লাহ্ বিন কালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, ফরিদপুর পৌরসভার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক মণ্ডলী।
এসময় স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল। তিনি শিক্ষার মান উন্নয়নে ও আদর্শ শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের উদ্দেশ্যে গঠনমূলক আলোচনা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. আব্দুল্লাহ্ বিন কালাম বলেন, শিক্ষক জাতি গড়ার কারিগর। বাচ্চাদের দেখলে যেমন ভালো লাগে ঠিক তেমনই শিক্ষকদের দেখলে ও আমার ভালো লাগে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারাই পারেন একটি শিক্ষিত জাতি উপহার দিতে।
ফরিদপুর জেলা আওয়ামী লীগ এর সাধারণ সাধারণ সম্পাদক মো. ইশতিয়াক আরিফ বলেন, আগে ভর্তি পরীক্ষায় ভালো শিক্ষার্থী বাছাই করে নেওয়া হত বিধায় তারা এমনিতেই ভালো রেজাল্ট করতো। বর্তমানে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এ শিক্ষার্থীরা যখন এসএসসি পরীক্ষা দিবে তখন বুঝা যাবে কোন স্কুলের পড়াশোনার মান কেমন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়