ম্যানেজিং কমিটি নির্বাচন: ভোট দিতে টাকা নেননি শিক্ষক

অভিযোগ মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেন শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ জেলার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলালের বিরুদ্ধে আব্দুল হান্নান নামে এক শিক্ষককে হয়রানির অভিযোগ করেছেন। আর আগে গত ২৭ মার্চ “৬ লাখ নিয়েও ভোট দেননি শিক্ষক” শিরোনামে শিক্ষাবার্তায় সংবাদ প্রকাশিত হয়।

বুধবার দুপুর ৩টায় ধুনট প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওই শিক্ষক এ অভিযোগ করেন। আব্দুল হান্নান এলাংগী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

লিখিত বক্তব্যে আব্দুল হান্নান বলেন, ‘গত ২০ মার্চ এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অভিভাবক সদস্য ৫ জন, শিক্ষক প্রতিনিধি ৩ জন এবং ১জন দাতা সদস্যসহ ৯জন নির্বাচিত হয়। এর মধ্যে আমি শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হই। অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের ভোটে ২৫ মার্চ ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন হয়। উক্ত নির্বাচনে এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক ও এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএ তারেক হেলাল প্রতিদ্বন্দিতা করেন।’

তিনি আরো বলেন, ‘ভোট গ্রহণ শেষে ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক এলাংগী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হন। আওয়ামী লীগ নেতা এমএ তারেক হেলাল পরাজিত হন। সভাপতি পদ না পেয়ে এমএ তারেক হেলাল আমার বিরুদ্ধে থানায় ৬ লাখ টাকা উৎকোচ গ্রহণের মিথ্যা অভিযোগ দেন।’

‘প্রকৃতপক্ষে তার সাথে নির্বাচনের আগে ও পরে আমার কোনো যোগাযোগ হয়নি’ জানিয়ে তিনি বলেন, ‘আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মানহানিকর, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন। আমি এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপনের পাশাপাশি থানা থেকে মিথ্যা অভিযোগটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৩/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়