মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতিসহ সদস্যগণের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রী নির্ধারণ করার দাবি জানিয়েছেন অভিভাবক ঐক্য ফোরাম।
দেশের সব স্কুল-কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীর অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম এর সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক আলহাজ মো. সেলিম উদ্দিন আজ বুধবার এক যুক্ত বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এ জানানো হয়।
বিবৃতিতে তাঁরা বলেন, দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত অধিকাংশ শিক্ষক-শিক্ষিকাগণ মাস্টার্স ডিগ্রীধারী। তাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যগণকে অবশ্যই উচ্চ শিক্ষিত হতে হবে। দেশে বর্তমানে উচ্চ শিক্ষিতের হার বৃদ্ধি পাওয়ায় গ্রামাঞ্জলেও ব্যাচেলর ডিগ্রী বা মাষ্টার ডিগ্রীধারী শিক্ষানুগারী ব্যক্তিদের অভাব নাই। মানুষ গড়ার কারিগর সারা দেশের সম্মানিত শিক্ষকগণকে অল্প শিক্ষিত ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত বা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা যৌক্তিক নয়।