শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ চক্ষু হাসপাতাল ও ইনস্টিটিউট লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ম্যানেজার (প্রকিউরমেন্ট) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: বাংলাদেশ চক্ষু হাসপাতাল ও ইনস্টিটিউট লিমিটেড।
পদ: ম্যানেজার (প্রকিউরমেন্ট)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। তবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে পিজিডি থাকলে অগ্রাধিকার দেয়া হবে।।
অতিরিক্ত যোগ্যতা: বাণিজ্যিক, বিতরণ, L/C মাধ্যমে রপ্তানি/আমদানি এবং ধানমন্ডির ব্যবসায়িক এলাকা, ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (C&F) কোম্পানি, কোম্পানির গ্রুপ, হাসপাতাল, ইনভেন্টরি/ওয়্যারহাউস বিষয়ে ধারণা থাকতে হবে
কাজের ধরন: সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ এবং যাচাই করে সংগ্রহ কমিটিতে জমা দেয়া। ক্রয় এবং চুক্তি প্রক্রিয়ার জন্য যথাযথ নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ পদ্ধতি বাস্তবায়ন। শুল্ক এবং শুল্ক ছাড়ের জন্য সমস্ত কাগজপত্র সরকারি অফিসের সাথে সমন্বয় করা। ম্যানেজমেন্ট নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: পুরুষ।
বয়স: ৩৮ বছর
কর্মস্থল: ঢাকা (ধানমণ্ডি)।
আবেদনের নিয়ম: আগ্রহীরা https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1183145&ln=1 এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর ২০২৩
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়