মোরেলগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

মেহেদী হাসান লিপন,মোরেলগঞ্জ(বাগেরহাট)ঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে বুধবার সকালে বঙ্গবন্ধু-বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহ্যবাহী এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় ১২৫ নং খাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ১১৪ নং এসবি বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরখেলা ৭২ নং নেহালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে হোগলাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
একইদিনে বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় ১৭২ নং মোরেলগঞ্জ আদর্শ
সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ২৩০ নং পূর্ব হোগলাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে । অপর খেলায় ৮৮ নং ফুলহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ১৪ নং পঞ্চকরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। ফাইনালে উত্তীর্ন হয়েছে।
উভয় গ্রæপের বিজয়ী আগামী ২৯ জুলাই ফাইলাল খেলায় প্রতিদ্বন্ধীতা করবে। খেলায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী , সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. ফারুকুল ইসলাম, সুবির কুমার ঘোষ, মো.মনিরুজ্জামান, এসএম জাকির হোসেন, শিক্ষক নেতা রবিন্দ্রনাথ বিশ^াস, ওমর ফারুক তালুকদার, কামরুজ্জামান বাবলু, হারুন অর রশিদ, জাকির হোসেন মল্লিক প্রমুখ।