বাগেরহাটঃ জেলার মোরেলগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে কেন্দ্রের মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের মাঠে এই সমাবেশের আয়োজন করে উপজেলা পরিষদ।
‘সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুফলভোগীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন।
জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের পরীক্ষা ছিল গতকাল। দুপুর ১টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয় বিকেল ৫টায়।
পরীক্ষা পরিচালনার নীতিমালা অনুযায়ী কেন্দ্রের এত কাছে সভাসমাবেশ করা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা অনুষ্ঠানের পরিপন্থি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত নীতিমালা অনুযায়ী, পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী এবং পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি যেন কেন্দ্রে প্রবেশ করতে না পারেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা তা নিশ্চিত করবেন। জেলা প্রশাসক সব পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা অনুষ্ঠানের নিশ্চয়তা বিধান করবেন।
তবে এই বিধিমালা ভঙ্গ করে উচ্চ শব্দে মাইক বাজিয়ে সমাবেশটি করা হয়।
অনুষ্ঠানের ব্যানারে অতিথির নাম ছিল ইউএনও তারেক সুলতানের। তিনি বলেন, ব্যানারে তাঁর নাম থাকার কথা নয়। কারা ব্যানার বানিয়েছে তা জানেন না। মাইক বন্ধ করার বিষয়ে বলা হয়েছে। পরীক্ষার পর অনুষ্ঠান করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, ‘কলেজের অধ্যক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে, তিনি পরীক্ষার বিষয়টি কেন আগে জানাননি। মাইক বন্ধ করা হয়েছে। পরীক্ষাটি কোনার একটি রুমে নেওয়া হচ্ছে এবং ওই এলাকায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না।’
স্থানীয়দের ভাষ্যমতে, সমাবেশটি শুরু হয় বেলা ৩টা থেকে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে সুবিধাভোগীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা কলেজটির মাঠে আসতে থাকেন। বাজতে থাকে উচ্চ শব্দে মাইক, চলে স্লোগান। পুলিশি উপস্থিতির মাঝে স্লোগান দিয়ে ছোট ছোট দল নিয়ে লোকজন আসে।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের এক শিক্ষক বলেন, সমাবেশ চলছে, মাইকও বাজছে– ভেতরে পরীক্ষাও হচ্ছে। দীর্ঘ দিন ধরে শিক্ষকতা ও পরীক্ষার সঙ্গে জড়িত। এমন কখনও দেখেননি তিনি।
পরীক্ষাকেন্দ্রের মাঠে সমাবেশ হতে পারে কিনা– জানতে চাইলে অধ্যক্ষ হাফিজুর বলেন, ‘এটা আমরা বলতে পারব না। আমাদের প্রোগ্রাম (পরীক্ষার সময়সূচি) সব জায়গায় দেওয়া আছে। এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না।’
পরীক্ষা শেষে দুই পরীক্ষার্থী জানান, এত শব্দের মাঝে কখনও পরীক্ষা দেননি। হলের পাশে মাইকের আওয়াজে মনোযোগ নষ্ট হয় তাদের। এমন পরিবেশে পরীক্ষা যন্ত্রণার।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজামের সভাপতিত্বে অনুষ্ঠানের সভামঞ্চে এমপি ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মনিরুল হক তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক বলেন, সরকারের উপকারভোগীদের নিয়ে এই আয়োজন ছিল। ১৫ হাজার লোক উপস্থিত ছিলেন। পরীক্ষার কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করে (শেষের দিকে সাউন্ডলেস করে) দুই-তিনজনের বক্তব্য দিয়ে শেষ করা হয়েছে। পরীক্ষার সমস্যা হয়নি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়