মোরেলগঞ্জে ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে ছাত্র বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাটঃ জেলার মোরেলগঞ্জে সহপাঠিদের প্রেম নিবেদন ও লাগাতারভাবে উত্যাক্ত করার অপরাধে ৯ম শ্রেণির এক ছাত্রকে ছাড়পত্র দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহপাঠি ইভটিজারকে বিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে পঞ্চকরণ ইউনিয়নের নতুন বাজারে বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

খবর পেয়ে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান ও সহকারি কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত দিলে পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত হালদার বলেন, ৯ম শ্রেণির ওই ছাত্রের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। বিদ্যালয়ের পরিবেশ শান্ত করতে তাকে ছাড়পত্র দিয়ে বিদায় করা হয়েছে। এ সম্পর্কে জানার জন্য ওই ছাত্রের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

মানববন্ধনে বক্তৃতা করেন সাবেক ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন খলিফা, প্রাক্তণ শিক্ষার্থী আবু সালেহ, বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌসি, মারিয়া আক্তার, হুমায়রা জাহান, হৃদয় হাওলাদারসহ একাধিকরা।

ঘটনা সম্পর্কে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, শিক্ষার্থীদের অভিযোগ সঠিক। পরিস্থিতি শান্ত করতে ৯ম শ্রেণির এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে থানায় জিডি করারও পরামর্শ দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়