মোটর সাইকেল কিনে না দেয়ায় প্রাণ দিল ছাত্র!

মোটর সাইকেল কিনে না দেয়ায় অভিমানে ভয়ংকর পথে পা বাড়িয়েছেন ছাত্র। রাকিবুল ইসলাম নামে ওই ছাত্র কলেজ ছাত্র গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার বড়াইগ্রামের ভরতপুর পূর্বপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। রাকিবুল ভরতপুর গ্রামের কেরামত আলীর ছেলে। তিনি বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করতেন।

নিহতের স্বজনেরা জানান, কলেজে ভর্তি হওয়ার পর থেকেই রাকিবুল মোটর সাইকেলের জন্য বায়না ধরে। কিন্তু তার বাবা-মা মোটর তাতে সায় দিচ্ছিলেন না। শুক্রবার সে পুনরায় মোটর সাইকেল চাইলে তারা রাজি হননি।

এতে ক্ষোভে দুঃখে সে সবার অগোচরে ঘরের তীরের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস নেয়। কিছুক্ষণ পরে স্বজনেরা জানালার ফাঁক দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে দরজা ভেঙ্গে তাকে নামিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক শামসুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।