কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে উজ্জল হোসেন (২৫) নামে গৃহশিক্ষক নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে ভেড়ামারা-দৌলতপুর সড়কের সাতবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জল হোসেন ভেড়ামারা উপজেলার সাড়বাড়ীয়া গোরস্থানপাড়া এলাকার সাদেক আলীর ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবীর আহম্মেদ জানান, দুপুরে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকায় প্রাইভেট পড়িয়ে ওই গৃহশিক্ষক নিজবাড়িতে ফিরছিলেন। মোটরসাইকেল চালনায় অদক্ষ হওয়ায় তিনি রাস্তায় পড়ে যান। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি।