মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন

রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি ঃ জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে ” মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা ” প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় প্রাথমিক সপ্তাহ ২০২৩, শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১.০০ টার সময় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে শিক্ষা মেলার উদ্বোধন করা হয়। জেলা শিক্ষা অফিস ও তিন উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ নিয়ে স্টল দেয়া হয় । স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম এ মেলার উদ্বোধন করেন এবং স্টলসমুহ ঘুরে দেখেন। অতিথিরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভুপেষ রন্জন রায়, সহকারী জেলা শিক্ষা অফিসার আতিয়ার রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আপিলউদ্দীন, মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দীন, সহকারী শিক্ষা অফিসার এহসানুল হাবিব মোঃ সামসুজ্জোহা, শফিকুর রহমান, জয়নাল আবেদীন ও আসাফউদ্দৌলা শামীম সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়