নিউজ ডেস্ক।।
আগামী ২ এপ্রিল ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা পেছাতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ঝালকাঠির নলছিটির নাগরিক তাইমুর খান বাপ্পির পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দাখিল করেন আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান। সোমবার এ রিট আবেদনের তথ্য নিশ্চিত করেন আইনজীবী। আইনজীবী জানান, রিট আবেদনকারী নিজেকে দেশের সচেতন নাগরিক হিসেবে রবিবার রিট আবেদনটি দাখিল করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.