মেডিকেলে চান্স পাওয়ায় শিক্ষার্থীদের হেলিকপ্টারে ঘুরালেন শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁঃ শিক্ষক ক্লাসে কথা দিয়েছিলেন মেডিকেলে চান্স পেলে হেলিকপ্টারে ঘুরাবেন। কথামত চার শিক্ষার্থী চান্সও পেয়েছে মেডিকেলে। ফলে শিক্ষার্থীদের দেয়া কথা রেখেছেন শিক্ষক। মেডিকেলে চান্স পাওয়াদের হেলিকপ্টারে চড়িয়ে আকাশ উড়ালেন।

তাদের স্বপ্ন আকাশ ছোঁয়া। মেডিকেলে ভর্তির সুযোগ পেয়ে সেই স্বপ্ন পূরণ হল তাদের। তাই আকাশে উড়ে বেড়ানো।

নওগাঁর চার শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে উড়ানো হল আকাশে। এরপর তাদের দেয়া হল সংবর্ধনা। এমন ভাবে সংবর্ধনা পেয়ে খুশি শিক্ষার্থীরা।

সন্তানদের এমন সংবর্ধনায় খুশি অভিবাবকরা। এমন আয়োজনের জন্য সামনের দিনে সন্তানরা আরও ভাল কিছু করবে এমনটাই আশা তাদের।

শিক্ষার্থীদের হেলিকপ্টারে চড়াতে পেরে খুশি শিক্ষকও। বললেন, এমন সংবর্ধনা অন্য শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াবে।শিক্ষা জীবন শেষ করে নিজেদের মানব সেবায় নিযুক্ত করার আশা ব্যক্ত করেন শিক্ষার্থীরা।

প্রাথমিকে বৃত্তি পাওয়া ৮০ শিক্ষার্থীকে হেলিকপ্টারে ঘুরালো স্কুল

প্রাথমিকে বৃত্তি পাওয়া ৮০ জন কৃতি শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে ব্যতিক্রমী সংবর্ধনা দিয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের রংধনু মডেল স্কুল। সোমবার (০৭ মার্চ) দুপুরে উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বারিয়াপুর মহল্লার রংধনু মডেল স্কুলের শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজম প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে স্কুলের ৪ জন করে ২০ বারে মোট ৮০ জন শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে উপজেলার ওপর দিয়ে ঘোরানো হয়।

রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শাহ আজম শান্তনু বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখায় নিঃসন্দেহে আরও উৎসাহিত করবে। শিক্ষার্থীদের পড়ালেখা করার উৎসাহ দেওয়ার লক্ষ্যে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়