মুন্সীগঞ্জে আধঘণ্টার ঝড়, বিধ্বস্ত অর্ধশত বাড়িঘর

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জঃ জেলার গজারিয়া উপজেলার কয়েকটি গ্রামে শনিবার (২৫ মার্চ) বিকেলে মাত্র ৩০ মিনিটের ঝড়ে অর্ধশতাধিক কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় ভূট্টাসহ অন্যান্য ফসলেরও ক্ষয়ক্ষতি হয়। এছাড়া ঝড়ের পর থেকে পুরো উপজেলায় বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে। বিকেল ৫টার দিকে উপজেলার রঘুরচর, নতুনচর হোসেন্দী ও গুয়াগাছিয়া গ্রামের ওপর দিয়ে আকস্মকি ঝড় ও শিলা বৃষ্টি শুরু হয়। সাড়ে ৫টার দিকে ঝড়ো হাওয়া বন্ধ হয়।রঘুরচর গ্রামের বাহাউদ্দিন মোল্লা জানান, গ্রামের পূর্ব পাড়ার অন্তত ১২টি কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ো হাওয়ার কারণে অনেক বসতঘরের টিনের চাল ভেঙে পড়ে, উড়ে যায়। এ সময় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নতুনচর হোসেন্দী গ্রামের নুর উদ্দিন মোল্লা জানান, তার দুটি বসতঘরের টিনের চাল উড়ে গেছে। তার গ্রামের আরও কয়েকজনের বসতঘর ভেঙে পড়েছে।

গুয়াগাছিয়া গ্রামের কৃষক খোরশেদ আলম জানান, ঝড়ের কবলে ও শিলা বৃষ্টিতে তার ৩ বিঘা জমির ভূট্টা গাছ নুয়ে মাটির সঙ্গে লুটিয়ে পড়েছে।

তিনি আরও জানান, ওই গ্রামের আরও বেশ কয়েকজন কৃষকের ধান-সূর্যমুখী আবাদ নষ্ট হয়েছে।

পল্লী বিদ্যুতের গজারিয়া জোনাল অফিসের ডিজিএম অভিলাষ চন্দ্র পাল জানান, ঝড়-বৃষ্টি শুরু হলে বিদ্যুত সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়েছে। বিদ্যুতকর্মীরা সেগুলো অপসারণ করছে। রাতের মধ্যে বিদ্যুত সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়