শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ
সম্ভাবনাময়ী চিত্রনায়িকা মানসী প্রকৃতির নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। আগামী ২৭ অক্টোবর (শুক্রবার) দেশজুড়ে মুক্তি পাবে তার অভিনীত চতুর্থ সিনেমা ‘যন্ত্রণা’। এতে প্রকৃতির সহশিল্পী চিত্রনায়ক আদর আজাদ। সিনেমাটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ। মানসী প্রকৃতি বলেন, সিনেমার গল্প ও চরিত্রটি ভালো। চেষ্টা করেছি, নিজের সেরাটা দিয়ে কাজটি করতে। তারপরও ভালোর তো আর শেষ নেই।
তবে দর্শক এখন যে ধরনের গল্পের সিনেমা দেখতে চায় এটি তেমনই। গল্পে অনেক বাঁক রয়েছে। অনেক দিন পর বড় পর্দায় আসছি। দর্শকরা আমাকে কীভাবে নেয় সেটি দেখার জন্য মুখিয়ে আছি। আশা করছি, গল্প ও চরিত্র মিলিয়ে সিনেমাটি দর্শকের ভালো লাগবে। এদিকে মানসীর ‘দুই ঘণ্টা দশ মিনিট’ এবং ‘রং রোড-আদুরী অধ্যায়; নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও অভিনয় করছেন মানসী। সম্প্রতি বেশকিছু নাটকের কাজ শেষ করেছন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়