হাসান হাফিজুর রহমানঃ
ঝর ঝর বৃষ্টিতে- কী দেখি দৃষ্টিতে,
মন ভরে যায় তব বিধাতার সৃষ্টিতে।
ফোটা ফোটা জল গাহে কল কল,
জমিনে জমিছে কোথা হাটু জল।
মেঘের ঝর্ণা নামিছে যেন ঝিরি ঝিরি সুরে সুরে,
বজ্র আলোর বিজলি চমক ফুটিছে কোথা কোন সুদূরে।
পুকুরের জলে পাতিহাসগুলি মিলায়েছে যেন মেলা,
ডানা ঝাপটিয়ে করিছে তারা আপন মনে খেলা।
গন্ধ ছড়ানো ফুলেরা নাহিছে আবে হায়ার জলে,
ভেজা আকাশে উড়িছে খেচর আনমনে দলে দলে।
সরস প্রানে ধরনী জাগিছে মিষ্টি আবেশে তব,
বৃক্ষরাজি সবুজে সাজি পল্লবে নব নব।
আমি বসে আছি বাতায়ন পাসে দৃষ্টি ফিরায়ে বৃষ্টির পানে,
তৃপ্ত করেছি এই পোড়া মন বৃষ্টিপাতনের ছন্দ ও গানে।