মিরসরাইয়ে এইচএসসির ৩য় দিনে ২০ পরীক্ষার্থী অনুপস্থিত

চট্টগ্রামঃ এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিন চট্টগ্রামের মিরসরাইয়ে ২০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রথম পরীক্ষায় অনুপস্থিত ছিল ১২ জন। দ্বিতীয় দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১০ জন।

মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান জানান, এবার উপজেলায় এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে দুই হাজার ২৫৬ জন। তৃতীয় দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৬ জন। আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে ২৮৮ জন শিক্ষার্থী। অনুপস্থিত ছিল চারজন। এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ১৩৪ জন শিক্ষার্থী।

প্রাকৃতিক দুর্যোগের কারণে ১১ আগস্ট মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডর এইচএসসি ভোকেশনাল, বিএম-বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স এবং চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। তাই চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ আগস্ট থেকে শুরু হয়েছে।

এর আগে ১৭ আগস্ট থেকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা শুরু হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০৮/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়