শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ পাঁচ সেপ্টেম্বর ভারতে পালিত হচ্ছে শিক্ষক দিবস। কঠোর পরিশ্রমী শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি ভিডিও বার্তা দিয়ে এদিন ট্যুইট করেছেন মোদি।
তিনি বলেছেন, ‘মা আমাদের জন্ম দেন, কিন্তু শিক্ষক আমাদের জীবনদান করেন।’ একই সঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তীতেও শ্রদ্ধা জানান মোদি।
মোদি আরও বলেছেন, ‘আমরা ভাল শিক্ষক পেলে, ভাল বৈজ্ঞানিক পেলে, ভাল ডাক্তার পেলে, মনে রাখতে হবে তাঁদের পিছনে ভাল শিক্ষক ছিলেন।’ সারা দেশজুড়ে শিক্ষক দিবস উপলক্ষে সমস্ত শিক্ষক-শিক্ষিকাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্বজুড়ে ৫ অক্টোবর শিক্ষক দিবস পালন হয়, কিন্তু ভারতে রাধাকৃষ্ণণের জন্মদিনেই শিক্ষক দিবস পালন হয়।
আরও পড়ুন: নেই দাদা, ভাবতেই পারছে না একডালিয়া! সুব্রত-হীন পুজো যেন এভারগ্রিন নয়
এদিন দিল্লিতে বিজ্ঞান ভবনে আয়োজিত হয়েছে শিক্ষাস্তরের জাতীয় সম্মান। দেশের বিভিন্ন প্রদেশের শিক্ষকরা নির্বাচিত হয়েছেন, তাঁরাই আজ পুরস্কার গ্রহন করবেন। এর মধ্যে বাঁকুড়ার জয়পুরের বুদ্ধদেব দত্তর নাম উল্লেখযোগ্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ নিজের হাতে পুরস্কার তুলে দেবেন শিক্ষকদের। আজকের এই বিশেষ দিনেই সম্মাননা পাবেন নির্বাচিত এই শিক্ষকরা। সর্বমোট ৪৫ জন শিক্ষক এবার নির্বাচিত হয়েছেন। প্রাথমিক এবং সেকেন্ডারি বিভাগে অসামান্য কাজের জন্য তাঁদেরকে কুর্নিশ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়