মান্দা (নওগাঁ) প্রতিবেদকঃ জেলার মান্দায় বৈদ্যপুর উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক সহ কমিটির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে চাকুরী দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ২ নং ভালাইন ইউনিয়নের তুড়ুক গ্রামের আব্দুল মাজেদের ছেলে আতিকুর রহমান নামে একজন চাকুরীপ্রার্থী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ ২০২৩ ইং দৈনিক করতোয়া পত্রিকার মাধ্যমে বৈদ্যপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ কম্পিউটার ল্যাব অপারেটর ১ জন, নবসৃষ্ট শূন্য পদে ১ জন নিরাপত্তাকর্মী, ১জন পরিচ্ছন্নতা কর্মী, ১জন নৈশ প্রহরী, এবং ১জন আয়া সহ মোট পাঁচটি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি প্রকাশের পর অভিযোগকারী আতিকুর রহমান অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক সহ কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে নিরাপত্তা কর্মী পদে চাকুরীর জন্য আবেদন করেন। আবেদন করার সময় তারা তাকে চাকুরী দেওয়ার নামে তার কাছে থেকে বারো লক্ষ টাকা দাবি করে বসেন। তিনি চাকুরী পাওয়ার আশায় তাদের দাবিকৃত টাকার মধ্যে দশ লক্ষ টাকা অগ্রীম প্রদান করেন। পরবর্তীতে তারা উক্ত পদে অপর এক প্রার্থীর কাছে অতিরিক্ত টাকা গ্রহণ করে তাকে নিয়োগ না দেওয়ার জন্য পাঁয়তারা চালিয়ে যাচ্ছেন। এমতবস্থায় তিনি উক্ত পদে চাকুরীর জন্য প্রদানকৃত টাকা ফেরত চাইতে গেলে বিভিন্ন ধরনের টালবাহানা করছেন এবং বিভিন্ন ধরণের হুমকি প্রদান করছেন। চাকুরী দেওয়ার নামে অর্থ আত্মসাৎ ও নিয়োগ বানিজ্য করায় সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ নিয়োগ প্রক্রিয়া বন্ধের জন্য আবেদন জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, চাকুরী দেওয়ার নামে আর্থিক লেনদেনের বিষয়টি সম্পন্ন মিথ্য, বানোয়াট ও ভিত্তিহীন। প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করা ও নিয়োগ প্রক্রিয়া বিতর্কিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগটি দায়ের করা হয়েছে।
মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ্ আলম সেখ বলেন, বিষয়টি অবগত নয়। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়