লুৎফর রহমান রিটন।।
নৃশংসতায় তুমিই সবার সেরা
মানুষ মারো, যেমনি মারো মশা।
নিষ্ঠুরতায় নেইকো তোমার জুড়ি
আজ পৃথিবীর করুণ বেহাল দশা…
অসভ্যতায় ছাড়ালে সব সীমা
বর্বরতায় সবার ওপর তুমি,
জ্যান্ত মানুষ এক পলকেই লাশ!
তোমার ভয়ে কাঁপছে মাতৃভূমি!
ইচ্ছে হলো, কুপিয়ে মেরে ফেলো
পিটিয়ে মানুষ পাঠাও পরপারে,
হত্যাকাণ্ডে নেই অনুশোচনা
পাষাণ হৃদয় কে গলাতে পারে!
হত্যাকাণ্ডে বিপুল অংশ নিয়ে
স্নানটা সেরে খুনির পোশাক ছেড়ে–
মানুষ খুনের রক্তমাখা হাতেই
আদর করো নিজের সন্তানেরে!
কেমন করে? কেমন করে পারো!
বক্ষে তোমার একটুও নেই মায়া,
দর্পণে মুখ দেখলে দেখতে তুমি
তোমার মুখে হিংস্র পশুর ছায়া…
রক্তমাখা কলঙ্কিত হাতে
কী করে ছোঁও প্রিয়তমার তিল!
লোকালয়ে যদিও বসত করো
তোমার সঙ্গে জানোয়ারের মিল…
মানুষ তুমি মানুষ হবে কবে?
(লেখকের ফেসবুক থেকে নেয়া।)