মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক বিপ্লব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও নূরে আলম বিপ্লবকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

গতকাল শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে সমিতির প্রথম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে এ কমিটি গঠন করা হয়। এ সময় ৬১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অন্যদেরও নির্বাচিত করা হয়।

সমিতির আহ্বায়ক মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ। সমিতির যুগ্ম আহ্বায়ক অমৃত করণের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, শিক্ষাবার্তার সম্পাদক এএন রাশেদা, সমিতির সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, সরদার আবুল বাশার, শাহিনুর আলম খান, বিলাল হোসেন, মোহাম্মদ ইয়াছিন প্রমুখ।

বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি-

সভাপতি- জাহাঙ্গীর হোসেন
সহ-সভাপতি -বিলাল হোসেন, মোহাম্মদ ইয়াছিন, আব্দুস সোবহান, অমরেন্দ্র চাকমা, অমৃত কারণ, মো.কামরুজ্জামান, সুশান্ত ভাওয়াল ও আমির হোসেন ভূঁইয়া।
সাধারণ সম্পাদক: নূরে আলম বিপ্লব
যুগ্ম-সাধারণ সম্পাদক — তমাল তরুন দাশ, বিপ্লব দত্ত ও আসমান আলী।
সাংগঠনিক সম্পাদক- সানাউল্লাহ ভূঁইয়া, শান্তি ভূষণ দেবনাথ ও মো. আলী আক্কাছ।
অর্থ সম্পাদক – নিরঞ্জন সরকার
দপ্তর সম্পাদক- রাজিয়া সুলতানা
আন্তর্জাতিক সম্পাদক- প্রকাশ বৈদ্য
প্রচার ও যোগাযোগ : মো. সালাউদ্দিন
সেমিনার সম্পাদক: জাহেদুল ইসলাম
সমাজকল্যাণ সম্পাদক: পবন কান্তি নাথ
ক্রীড়া সম্পাদক: শামছুল আলম
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: অজয় কুমার আচার্য
পরিবেশ সম্পাদক: ফয়েজ আহমেদ

সদস্য- এনায়েত হোসেন,নেছার উদ্দিন, এরশাদ মাস্টার,জবাইদুর রহমান, পরিমল চন্দ্র ঢালী, সনৎ রুদ্র, আনোয়ার হোসেন। আপাতত ৬১ জনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে অন্তর্ভূক্তি করা হবে। জাতীয় পরিষদের নামের তালিকা অচিরেই ঘোষণা করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়