মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ঘুষ বাণিজ্যকে ধামাচাপা দিতে ছলচাতুরি

চাঁপাইনবাবগঞ্জঃ জেলার গোমস্তাপুরে একটি মাদ্রাসার সুপার নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে গোমস্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগমের বিরুদ্ধে ।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তা ধামাচাপা দিতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এরই অংশ হিসেবে তার পক্ষে সাফাই গাইতে বুধবার তার অফিসে ডেকে প্রতিষ্ঠানের প্যাডে সুপারের শীল ও স্বাক্ষর নিয়েছেন ওই কর্মকর্তা বলে অভিযোগ গেছে। এ বিষয়ে এনায়েতপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সুপার জালালউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেন।

এর আগে মঙ্গলবার বিভিন্ন অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রচারিত হলে তিনি এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে জানান,তিনি এ বিষয়ে কিছু জানেন না।তবে সংবাদ প্রকাশের পর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম তাকে ডেকে পাঠিয়েছিলেন বলে জানান।তিনি বিষয়টি পরোক্ষ ভাবে স্বীকার করে জানান, নতুন চাকরি হলে কর্মকর্তাদের মিষ্টিমুখ করাতে হয়। গত ৩১ আগস্ট নিয়োগ পাওয়া ওই সুপার আরও জানান, নিয়োগ বোর্ডে মাউশির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ফেরদৌসী বেগম। নিয়োগ প্রক্রিয়া শেষে অফিস সহায়ক নয়নের মাধ্যমে স্বাক্ষর করার কথা বলে ৫০ হাজার টাকা নিয়ে আসতে বলেন তিনি । টাকা না দিলে বেতন হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন। পরে তিনি তার অফিস সহায়কের মাধ্যমে ৫০ হাজার টাকা নিয়ে নিয়োগ সংক্রান্ত কাগজপত্রে স্বাক্ষর করেন।

এ বিষয়ে অভিযুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগমের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনে কল হলেও তিনি ফোন কেটে দেন। ফলে তার মন্তব্য পাওয়া যায়নি। সূত্রঃ সময়ের আলো

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৯/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়