নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ময়মনসিংহ আঞ্চললিক কার্যালয়ের নতুন উপপরিচালক হিসেবে পাদয়ন পেয়েছেন মো. কামরুজ্জামান।
বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে নতুন এ পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মো. কামরুজ্জামান খুলনার জেলা শিক্ষা কর্মকর্তা ছিলেন। তাকে ময়মনসিংহ অঞ্চলের নতুন উপপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন দেয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা ফারহানা নাজকে খুলনার ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তাকে পদায়ন দেয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়