মাদ্রাসা সুপারকে পেটালেন সহকারী শিক্ষক

বাথরুমে পালিয়ে আত্মরক্ষা করলেন সুপার

বাগেরহাটঃ জেলার মোরেলগঞ্জে পোলেরহাট আলহাজ আজহারিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জিহাদুল কবির পলাশ পেটালেন একই মাদ্রাসার সুপার মো. আনেয়ার হোসাইনকে (৪২)। বাথরুমে পালিয়ে আত্মরক্ষা করলেন সুপার।

এ ঘটনায় মঙ্গলবার মাদ্রাসা সুপার উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

মাদ্রাসার অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানান। আহত মাদ্রাসা সুপার মো. আনেয়ার হোসাইন জানান, সোমবার দুপুর দেড়টার দিকে মাদ্রাসা ক্লাস চলাকালীন তিনি অফিস কক্ষে বসে ছিলেন। এ সময় হঠাৎ করে মাদ্রাসার সভাপতি মাহবুবুর রহমান বাবুলসহ বহিরাগত ২০/২৫ জন তার অফিস কক্ষে ঢুকে পড়লে তাদের সামনে সহকারী শিক্ষক জিহাদুল কবির পলাশ তাকে মারপিট শুরু করেন। আনোয়ার হোসেন এক পর্যায়ে আত্মরক্ষার জন্য দৌড়ে বাথরুমের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে ৯৯৯ এবং উপজেলা নির্বাহী অফিসারকে মোবাইল ফোনে অবহিত করেন। পরে নিকটস্থ পোলেরহাট ফাঁড়ি পুলিশের একটি টিম তাকে উদ্ধার করে। এ বিষয়ে সহকারী শিক্ষক জিহাদুল কবির পলাশ বলেন, প্রায় সাড়ে ৫ লাখ টাকার বেহাতের বিষয়ে জানতে চাইলে সুপার আপত্তিকর ভাষায় উত্তর দেন। তখন তার সঙ্গে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে নিকটস্থ পোলেরহাট ফাঁড়ি পুলিশ এসআই আফজাল হোসেন বলেন, ৯৯৯ এর মাধ্যমে ফোন পেয়ে সুপারকে উদ্ধার করে বাড়ি যেতে সহযোগিতা করা হয়।

এ সম্পর্কে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান বলেন, মাদ্রাসাটির মধ্যে অনেক সমস্যা রয়েছে। মাদ্রাসার অর্থ সংক্রান্ত বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের দিয়ে ৩ সদস্যবিশিষ্ট অডিট কমিটি গঠন করা হয়েছে। সুপারকে মারপিটের বিষয়ে থানায় মামলা করার জন্য বলা হয়েছে। এ ছাড়াও বিধি-বহিভূর্তভাবে প্রতিষ্ঠানের সভাপতি অন্য একটি প্রতিষ্ঠানের সুপারকে দিয়ে অডিট কমিটি গঠন করে বিশঙ্খৃলা সৃষ্টি করায় এ কমিটি বাতিলের জন্য মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়