মাদ্রাসা ছাত্রের মৃত্যু ও হত্যা মামলায় গ্রেপ্তার ৩

বরিশালঃ  পটুয়াখালী ও বরিশালে র‍্যাবের অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পটুয়াখালীর বাউফলে যৌন নির্যাতনের শিকার মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষক ও বরিশালের মুলাদী উপজেলায় হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সেলিম গাজী, মো. ইয়াছিন সরদার (১৯), করিম সদরকার (৫০)।

আজ সোমবার বরিশাল নগরীর রূপাতলীতে র‍্যাব-৮ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান।

র‍্যাব-৮ এর অধিনায়ক বলেন, পটুয়াখালীর বাউফলে বড় ডালিমা মদিনাতুল উলুম কাওমিয়া হাফিজিয়া ও নুরানী কিন্ডার গার্ডেন মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মো. সেলিম গাজী গত বছরের ২৩ অক্টোবর মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন করেন। এই ঘটনা কাউকে না বলতে তিনি ভয়ভীতি দেখান। এছাড়া ওই শিক্ষক ভুক্তভোগীকে বিভিন্ন সময় তার কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতন করতেন। এতে চলতি বছরের ২ আগস্ট ওই ছাত্র অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে বাউফল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হলে গত ২৫ আগস্ট ওই ছাত্রের মৃত্যু হয়।

এ ঘটনায় ছাত্রের বাবা বাদী হয়ে পটুয়াখালীর বাউফল থানায় মামলা দায়ের করেন। র‍্যাব গতকাল রোববার দিবাগত রাতে পিরোজপুর জেলার নেছারাবাদ থানার গুয়ারেখা ইউনিয়নের বরতকাঠি এলাকা থেকে আসামি মো. সেলিম গাজীকে গ্রেপ্তার করে।

এদিকে বরিশালের মুলাদী উপজেলায় রায়হান সরদারকে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বরিশাল র‍্যাব-৮ ও র‍্যাব-১০ লালবাগ ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে রোববার দিবাগত রাতে ঢাকার বংশাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, গত ১৫ আগস্ট মুলাদী থানার ৩ নম্বর সফিপুর উইনিয়নে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্তের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় ১৭ আগস্ট নিহতের মা বাদী হয়ে ৩ জনকে আসামি করে মামলা করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৮/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়