মাদ্রাসায় সাজানো দুই প্রার্থীকে নিয়োগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ বাণিজ্য

সিরাজগঞ্জঃ জেলার কামারখন্দের কর্ণসুতি দাখিল মাদ্রাসায় নাইট গার্ড ও আয়া পদে নিয়োগে বিপুল পরিমাণ অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার সুপারের বিরুদ্ধে। ১৯৭৯ সালে কর্ণসুতি গ্রামের তাঁতশ্রমিকদের উদ্যোগে প্রতিষ্ঠিত এই দাখিল মাদ্রাসায় এমন অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। জেলার

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একজন প্রবীণ বাসিন্দা জানান, গত ১৮ আগস্ট মাদ্রাসায় দুটি পদে নিয়োগ দেন মাদ্রাসার সভাপতি শিবলি নোমান ও সুপার আবু বক্কর সিদ্দীকি। যেখানে প্রায় সব প্রার্থীই ছিলেন তাদের সাজানো। যে দুজনকে চাকরি দেয়া হয়েছে তাদের কাছ থেকে ১২-১৪ লাখ টাকা নেয়া হয়েছে। এই নিয়োগ বাণিজ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ কয়েকজন শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরাও জড়িত।

নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার একজন শিক্ষক বলেন, কোনো জায়গার নিয়োগই স্বচ্ছ হয় না। সব জায়গায় এমন হয়েই থাকে।

এ বিষয়ে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি বলেন, আমি একদম স্বচ্ছ মানুষ। আমি ওইসব পছন্দ করি না। আর মাদ্রাসা সুপার এমন করেছে কিনা সে বিষয়ে আমি জানি না।

এই নিয়োগ বাণিজ্যের ব্যাপারে মাদ্রাসা সুপার আবু বক্কর সিদ্দীকিকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করে ফোন বন্ধ করে রাখেন। সরজমিন গেলে মাদ্রাসার শিক্ষকরা বলেন, এ বিষয়ে কোনো তথ্য জানা নেই।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী বলেন, এই দৃশ্য শুধু এই উপজেলায় নয়, সারাদেশে। তবে এই মাদ্রাসায় এমন হয়েছে কিনা সেটা আমার জানা নেই।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়