নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাঃ জেলার কলারোয়ায় মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আরমান হোসেনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরমান হোসেন যশোর জেলার শার্শা উপজেলার রুদ্রুপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
ভুক্তভোগী ছাত্রের পিতার বরাত দিয়ে পুলিশ জানায়, ওই ছাত্র কলারোয়ার তুশলীডাঙ্গা গ্রামের আল মাদ্রাতু মইনুল ইসলাম এতিমখানা কমপ্লেক্স ও মাদরাসায় লেখাপড়া করে। শিক্ষক আরমান হোসেন মাদ্রাসায় যোগদানের পর তাকে ভয়ভীতি প্রদর্শন করে একাধিকবার বলৎকার করে। ফলে কিছুদিন ধরে সে মাদরাসায় যেতে ভয় পেত। তারপরও জোর করে তাকে মাদ্রাসায় পাঠালে গত ৪ মার্চ রাত দেড়টার দিকে শিক্ষক আরমান হোসেন তাকে আবারো বলাৎকার করে।
বলাৎকারের ফলে শিশুটি অসুস্থ হয়ে পড়লে শিক্ষক তাকে বাড়ি পাঠিয়ে দেয়। সে সময় শিশুটি তার মাকে বিস্তারিত জানালে তার পিতা বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা শিক্ষক আরমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির পিতার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়