মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন শিক্ষক

পটুয়াখালীঃ জেলার কলাপাড়ায় মাঠ থেকে গরু আনতে যাওয়ার পথে বজ্রপাতে হাসান মোড়ল (৩৭) নামের এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।

বুধবার (২৪ মে) দুপুরে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ফুলবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহিত হাসান ওই গ্রামের শাহজাহান মোড়লের ছেলে ও দুই সন্তানের জনক। তিনি স্থানীয় একটি দ্বীনিয়া মাদরাসার শিক্ষক ছিলেন।

জানা যায়, বুধবার দুপুরে ফসলের মাঠে কাজ শেষ করে গরু আনতে যান ওই শিক্ষক। এমন সময় বজ্রপাতে ওই পথে ই মারা যান তিনি।

মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত হাফিজুর রহমান বলেন, হাসান মোড়লের মৃত্যুর বিষয়টি আমরা শুনেছি। সেখানে আমাদের টিম পাঠানো হয়েছে সেখানে। মৃত্যুর কারণ নিশ্চিত করে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৫/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়