ময়মনসিংহ বোর্ড: পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ২১ শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহঃ ময়মনসিংহে এইচএসসির ইংরেজি ২য় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ২১ পরীক্ষার্থী ও এক হল পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. সামছুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া ইংরেজি ২য় পত্র পরীক্ষায় পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ২১ পরীক্ষার্থী ও এক হল পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়