নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আবূ নূর মোহাম্মদ আনিসুল ইসলাম চৌধুরী মারা গেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে জামালপুর এম এ রশিদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, জামালপুরের মেলান্দহ থেকে একটি বিদ্যালয় পরিদর্শনে গিয়ে হঠাৎ অসুস্থ্য হয়ে পরেন। পরে তাকে জামালপুরের এম এ রশিদ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
আবূ নূর মোহাম্মদ আনিসুল ইসলাম চৌধুরী গত ৩০ জুলাই ২০১৮ সাল থেকে ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ময়মনসিংহে শিক্ষা সংশ্লিষ্টদের মাঝে গভির শোক নেমে এসেছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়