অনলাইন ডেস্ক।।
কেউ ভোট চুরি করলে বাংলাদেশের মানুষ তাকে মেনে নেয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন,’৯৬ এর ফেব্রুয়ারিতে খালেদা জিয়া ভোট চুরি করে প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। কিন্তু জনগণ তা মানেনি। কেউ ভোট চুরি করলে বাংলাদেশের মানুষ তাকে মেনে নেয় না।
শেখ হাসিনা বলেন, এরকম এক সম্মেলনে আমার অনুপস্থিতিতে আমাকে সভাপতি করা হয়। ছেলেমেদের দায়িত্ব রেহানার ওপর ছেড়ে দিয়ে চলে এসেছিলাম।
প্রধানমন্ত্রী আরও বলেন, জাতির পিতা চেয়েছিলেন বাংলাদেশ হবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ। আজ আমরা তা করতে পেরেছি।