নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ভোকেশনাল স্কুল ও মাদরাসার নবম শ্রেণির দুই বিষয়ের সমাপনী পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। নবম শ্রেণির ১ নভেম্বরের বাংলা-১ বিষয়ের পরীক্ষা ও ৫ নভেম্বরের ইংরেজি-১ বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির ‘সমাপনী পরীক্ষা ২০২৩’-এর বাংলা-১ বিষয়ের ১ নভেম্বরের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।
এছাড়া আগামী ৫ নভেম্বরের ইংরেজী-১ বিষয়ের পরীক্ষা জাতীয় সংসদ উপ-নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) ও লক্ষ্মীপুর-৩ (সদর) এর জন্য স্থগিত করা হলো।
এ নির্দেশনা সারাদেশের ভোকেশনাল স্কুল ও মাদরাসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। পরে স্থগিত পরীক্ষার সময়সূচি জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়