নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পেশাগত ভুয়া সনদ নিয়ে বহু বাংলাদেশি বিদেশে পাড়ি জমাচ্ছেন। তাদের এসব ভুয়া সনদের ফলে বিদেশে বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে। কিন্তু এসব ভুয়া সনদধারী ও সনদ প্রদানকারীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, আমাদের কাছে অভিযোগ আসছে যারা বিদেশে যাচ্ছেন অনেকেই ভুয়া সার্টিফিকেট নিয়ে যাচ্ছেন। অনেকেই ভুয়া চিকিৎসক ও ইঞ্জিনিয়ার- এ ধরনের সার্টিফিকেট নিয়ে যাচ্ছেন।
কীভাবে তারা এ ভুয়া সার্টিফিকেট নেয়। ভুয়া সার্টিফিকেটসহ যারা বিদেশে যান, তাদের এ কাজে যারা সহযোগিতা করেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের সহযোগিতা করবে, বলেন তিনি।
ভুয়া সনদ নিয়ে কত সংখ্যক প্রতারক বিদেশ গিয়েছেন জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, সংখ্যাটা নিয়ে আলোচনা হয়নি। অভিযোগ করা হয় যে এমন পাওয়া যাচ্ছে। দেখা গেলো একটা ভুয়া সার্টিফিকেট দিয়ে বিদেশে গেছে এবং ওই দেশে গিয়ে সে ধরা পড়েছে। তখন একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়। ওখানে তারা একটা অস্বস্তির মধ্যে পড়ে যায়। এখন এ বিষয়টা শক্ত হাতে দমন করার জন্য বলা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়