অনলাইন ডেস্ক।।
আজ থেকে শুরু হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজি। সিডনিতে প্রথম ওয়ানডেতে ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভ স্মিথ, মার্কাস স্টইনিস, মার্নাস লাবুসানে, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জোশ হ্যাজেলউড।
ভারতের একাদশ: শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি (অধিনায়ক), কেএল রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, নভজীপ সাইনি, জসপ্রীত বুমরাহ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.