ঢাকাঃ ভালোবেসে ভারতে আসেন ইতালির এক দম্পতি। যেই ভালোবাসা দিনের পর দিন বাড়তেই থাকে। একপর্যায়ে সিদ্ধান্ত নেন সেখানেই থেকে যাওয়ার। যার কারণে দেশটির নাগরিক হতে চান তারা।
মোরো সারান্দ্রিয়া ও মারিনা মাটিওয়োলিনা নামের দম্পতি ভারতের নাগরিকত্ব পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হিন্দি শিখেছেন। এবার পরীক্ষাও দিয়ে ফেললেন তারা।
কোভালামে নিজেদের একটি হোটেল খুলেছিলেন মোরো আর মারিনা। গ্রাহকদের সঙ্গে কথা বলার জন্য হিন্দির ক্লাসে ভর্তি হয়েছিলেন। কাজ চালানোর মতো হিন্দি অনেক দিনই শিখে ফেলেছেন তারা।
এবার হিন্দিটাকে আরও আয়ত্ত করতে চান ওই দম্পতি। তাই কটন হিল স্কুলে হিন্দি লেখা এবং পড়াও শিখছেন। কতটা শিখেছেন, তারই পরীক্ষা দিলেন সম্প্রতি।
মোরো জানিয়েছেন, ভারতের প্রাচীন এবং ধর্মীয় সাহিত্যের প্রতি আকর্ষণ থেকেই এ দেশকে ভালো বেসেছেন তারা।
মোরো আরও জানান, তার থেকে তার স্ত্রী অনেক ভালো হিন্দি বোঝেন এবং বলতে পারেন। কারণ তিনি অতীতেও ভারতে ছিলেন। ১৯৭৮ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত উত্তর ভারতের একটি আশ্রমে থাকতেন মারিনা। তখন তার বয়স মাত্র ১৮ বছর।
ভারতের নাগরিকত্ব কেন চান জানতে চাইলে দম্পতি জানান- দেশটির সাহিত্য, ভাষা, সংস্কৃতি, মানুষ, খাবার সবকিছুরই প্রেমে পড়েছেন তারা। তাই ১৮ বছর আগে এ দেশে এসে থাকতে শুরু করেন।
মোরো জানিয়েছেন, সাত বছর আগে একবার ইটালি গিয়েছিলেন। পাঁচ দিন থেকেই হাঁফিয়ে উঠেছিলেন। তাঁর কথায়, ‘পাঁচ দিন পর একে অপরকে বলেছিলাম, আমাদের এবার ঘরে ফেরা উচিত।’
হিন্দি প্রচারসভার সম্পাদক মধু বি জানিয়েছেন, এর আগে সেখানে কোনো বিদেশি হিন্দি পরীক্ষা দিতে আগ্রহী হননি। মোরো আর মারিনাই প্রথম।
ইতালির দম্পতির দুই ছেলে রয়েছেন। ক্লড আর বিষ্ণুপাদ। ক্লড পেশায় চিকিৎসক। ইতালিতেই থাকেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়