ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রতিবেদকঃ জেলার পোরশা উপজেলার গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী নিয়ে ব্র্যাকের ওয়াশ কর্তৃক পানি সেনটেশন ও হাইজিন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার গাংগুরিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ব্যবস্থাপনায় ব্র্যাকের ওয়াশ প্রোগ্রামের আবু হানিফ সহ দুইজন প্রশিক্ষক ২৪ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষকদের এ প্রশিক্ষণ প্রদান করেন।
দিনে কতবার হাত ধুতে হয়, কিভাবে ধুতে হয় প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে ভিডিও প্রদর্শন করেন। ব্রাকওয়াসের অর্থায়নে বিদ্যালয় ছেলে ও মেয়েদের পৃথকভাবে উন্নত মানের ওয়াশরুম নির্মাণেরও একটি চুক্তি স্বাক্ষর করেন।
প্রশিক্ষণে শিক্ষার্থীদের নিরাপদ পানি স্যানিটেশন ও হাইজিন বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। বিদ্যালয়ে একটি করে সাবান উপহার দেয়ার জন্য প্রতিটা ছাত্রকে অনুরোধ করা হয়। যা তারা নিজের ওয়াশরুমে হাত ধোয়ার কাজে ব্যবহার করবেন।
প্রশিক্ষণ শেষে ব্রাক ওয়াশ কর্তৃক সকলের জন্য দুপুরের খাবারেরও ব্যবস্থা করেন তারা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়