বৈঠা, রড হাতে ঢাবিতে ছাত্রলীগের মহড়া

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৈঠা, রড, পাইপ ও স্ট্যাম্প নিয়ে মহড়া দিচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।

শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকে তাদেরকে এসব নিয়ে মহড়া দিতে দেখা যায়।

ঢাবি ক্যাম্পাস ঘুরে দেখা যায়, শনিবার সকাল থেকে ঢাকা ও এর আশেপাশের এলাকা থেকে বাস, পিকআপের ও ট্রাকে করে ক্যাম্পাসের আসতে শুরু করেন আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা। তাদের হাতে বৈঠা, বাঁশ ও স্ট্যাম্প দেখতে পাওয়া যায়।

অন্যদিকে ঢাবির আবাসিক হলগুলো থেকে রড, পাইপ, স্ট্যাম্প ও হেলমেট পরে হল থেকে বের হচ্ছেন নেতাকর্মীরা। তাদের গন্তব্য আওয়ামী লীগের সমাবেশ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা জানান, সাধারণ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা এই কঠোর অবস্থান নিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশে আমরা ক্যাম্পাস পাহাড়ার কাজে নিয়োজিত আছি। ক্যাম্পাসে কোনো ধরণের অরাজকতা, ঢাবি বাংলাদেশ ছাত্রলীগ হতে দিবে না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/১০/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়